কোরিয়ায় টানা পঞ্চম দিনের মতো নতুন করে কোন মার্স সংক্রমণের খবর পাওয়া যায় নি। এর ফলে দেশটিতে মার্স আক্রান্তের মোট সংখ্যা ১৮৬-তেই স্থির রয়েছে। এছাড়া মার্সে মৃতের সংখ্যাও টানা তৃতীয় দিনের মতো ৩৫-এ স্থির রয়েছে।

আজ শুক্রবার সেজংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মার্স পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে জানাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। ছবিঃ ইয়নহাপ নিউজ।
আজ শুক্রবার সেজংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মার্স পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে জানাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। ছবিঃ ইয়নহাপ নিউজ।

কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন অবস্থার উন্নতির এ ধারা বজায় থাকলে খুব শীঘ্রই মার্স সংক্রমণ বন্ধের ঘোষণা দেয়া সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।

chardike-ad

আক্রান্ত ১৮৬ জনের মধ্যে ১২৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন।

এদিকে সন্দেহভাজন মার্স ভাইরাস বহনকারী ৫৬৬ জন অন্তরীণ অবস্থায় বিশেষ নজরদারীর মধ্যে রয়েছেন। তবে এ সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে।