অনলাইন প্রতিবেদক, ৭ এপ্রিল, ২০১৩:

দক্ষিণ কোরিয়ার সিকিউরিটি এফেয়ার্সের শীর্ষ কর্মকর্তা কিম জাং সু জানিয়েছেন উত্তর কোরিয়া এই সপ্তাহের মাঝামাঝি মিসাইল হামলা চালাতে পারে। উত্তর পিয়ংইয়ং থেকে সব দুতাবাসকে ১০ তারিখের মধ্যে ছেড়ে যেতে বলার পর দক্ষিণ কোরিয়ার কোন শীর্ষ কর্মকর্তা এই প্রথম উত্তর কোরিয়ার মিসাইল আক্রমণের সম্ভাব্যতার কথা বলল। তিনি বলেন “ আমরা উত্তর কোরিয়ার ভবিষ্যত সব ধরণের হামলা মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত”। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

chardike-ad

গত বুধবার থেকে কেসংএ কোন দক্ষিণ কোরিয়ার নাগরিককে প্রবেশ করতে দেওয়া যাচ্ছে না। তবে ১২৩ টি কোম্পানীর মধ্যে ১৩টি ছাড়া বাকী সব কোম্পানীর কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছে কোরিয়া টাইমস।