Search
Close this search box.
Search
Close this search box.

সমরাস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ কিম জং-উনের

অনলাইন প্রতিবেদক, ৮ এপ্রিল, ২০১৩:

উত্তর কোরীয় নেতা কিম জং-উন সম্প্রতি দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন জোরদার করার তাগিদ দিয়েছেন। পিয়ংইয়ংয়ের একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে এমনটাই দেখা গেছে। উত্তর কোরিয়ার কেন্দ্রীয় টিভি স্টেশন কর্তৃক প্রচারিত তথ্যচিত্রটিতে দেখা যায়, মি. কিম প্রতিরক্ষা শিল্পের কর্মীদের সাথে একটি বৈঠকে সভাপতিত্ব করছেন। এসময় তাঁকে বলতে শোনা যায়, “যুদ্ধ শুরু হয়ে গেলে আমাদের খুব দ্রুত এবং আকস্মিকভাবে প্রতিপক্ষের প্রধান প্রধান সামরিক ঘাটি ও সরকারি স্থাপনাগুলো উড়িয়ে দিতে হবে। এ জন্য আমাদের অস্ত্র ও গোলাবারুদের মানটাও সেরকম হওয়া জরুরী” এবং শত্রুরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে কিম সেটা মোকাবেলা করার মতো নির্ভরযোগ্য অস্ত্রশস্ত্র প্রয়োজন বলে মন্তব্য করেন।

chardike-ad

প্রসঙ্গত, ২৬ মার্চ উত্তর কোরিয়া তার সামরিক বাহিনীকে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়।