মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৯ এপ্রিল ২০১৩, ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার

আগামীকাল দক্ষিণ কোরিয়ায় হামলার আশংকা


অনলাইন প্রতিবেদক, ৯ এপ্রিল, ২০১৩:

আগামীকালই দক্ষিণ কোরিয়ায় হামলা চালাতে পারে উত্তর কোরিয়া। এক্ষেত্রে প্রথম শিকার হতে পারে খাংউওনদো। এমন তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউনহাপ। ইউনহাপের কোরিয়ান ভার্সন ওয়েবসাইটে সরকারী একটি সুত্র দিয়ে জানিয়েছে উত্তর কোরিয়ার মিসাইল আক্রমণের প্রস্তুতি সম্পন্ন এবং প্রস্তুতি দেখে মনে হচ্ছে কালকেই তারা হামলা চালাবে।

উত্তর কোরিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া

আগামীকালকে হামলার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আরেকটি সামরিক সুত্রও।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন সক বলেছেন ” আমাদের সেনাবাহিনী বলছে আগামীকাল উত্তর কোরিয়া আমাদের উপর হামলা করতে পারে। উত্তর কোরিয়ার সব ধরণের কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণে আছে এবং যেকোন ধরণের হামলার জবাব দিতে আমরা প্রস্তুত আছি।
(ইউনহাপ থেকে সংক্ষেপে অনুবাদ)