হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই সন্তান প্রসব করেছেন টেক্সাসের এক নারী। বৃহস্পতিবার টেক্সাসের হাউসটনের কাছে বে এরিয়া বার্থ সেন্টারে নেওয়ার পথে এই অবিশ্বাস্য মুহূর্তের সূচনা হয়।
এক খবরে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এই ঘটনার ভিডিও করেন তার স্বামী। বৃহস্পতিবারই ক্যাপশনসহ ভিডিওটি ইউটিউবে ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির সামনের সিটে বসে ওই নারী নিজেই তার সাড়ে চার কেজি ওজনের বাচ্চা টেনে বের করছেন।
প্রতিবেদনে জানানো হয়, বার্থ সেন্টারে পৌঁছতে ৪৫ মিনিটের পথ অতিক্রম করেন তারা। কয়েকবার চিৎকার করার পর ওই নারী বুঝতে পেরেছিলেন, তার সন্তানের মাথা বের হয়ে আসছে। এরপর তিনি তার প্যান্ট নিচে নামিয়ে নিজের বাচ্চা টেনে বের করেন।
প্রসঙ্গত, এই দম্পতির ঘরে আরও দুইটি মেয়ে সন্তান রয়েছে। এটি হচ্ছে তাদের তৃতীয় সন্তান।