Search
Close this search box.
Search
Close this search box.

স্বর্ণের দাম ৫ বছরে সর্বনিম্ন

Goldবিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। গত ৫ বছরে তা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গত ছয় বছরে প্রত্যাশার তুলনায় চীনের আমদানি কম ও মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়ার কারণে এই দরপতন হয়েছে।

chardike-ad

প্রতিবেদনে জানানো হয়, স্পট মার্কেটে এদিন স্বর্ণ বিক্রি হয় আউন্স প্রতি (১ আউন্স= ২.৪৩০৫ ভরি) ১১৩০.৭০ মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৭ হাজার ৮৯৭ টাকা। যা গত ২০১০ সালের এপ্রিল থেকে সর্বনিম্ন।

কদিন আগেও স্বর্ণের দাম ১ শতাংশ কমে যায়। আগস্টে ডেলিভারি হতে যাওয়া স্বর্ণের দামও এসময় ১ শতাংশ কমিয়ে আউন্সপ্রতি ১১৩১.৯০ মার্কিন ডলারে বিক্রি হয়। তবে এই দরপতনের ফলে চীনের আমদানি বাড়বে বলে আশা করা হচ্ছে।

এরকম আরো কিছু নিউজঃ


## ‘স্বর্ণের দাম আরও কমবে’

## যে কারণে কমছে স্বর্ণের দাম

## স্বর্ণের বিচিত্র যত ব্যাবহার!

## স্বর্ণের বাইসাইকেল

## বিশ্বের শীর্ষ ১০ স্বর্ণ খনি