Search
Close this search box.
Search
Close this search box.

টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি ১৩ বোলার

the-400-clubবিশ্বের ১৩ তম ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০ উইকেট সংগ্রহ করে ফেললেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। বৃহস্পতিবার মিরপুর টেস্টে তামিম ইকবাল (৬)-কে আউট করে ৪০০ উইকেট ক্লাবের সদস্য হলেন স্টেইন।

৮০টি টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ ক্লাবের সদস্য হলেন এই আগুনে পেসার। টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারি হলেন শন পোলক (৪২১)। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পোর্ট এলিজাবেথে টেস্ট অভিষেক হয় স্টেইনের।

chardike-ad

টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারীরা-
মুত্তিয়া মুরলীধরন (শ্রীলঙ্কা)-১৩৩ ম্যাচে ৮০০ উইকেট
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)-১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট
অনিল কুম্বলে (ভারত)-১৩২ ম্যাচে ৬১৯ উইকেট
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)- ১২৪ ম্যাচে ৫৬৩ উইকেট
কোর্টনি ওয়ালশ (ও.ইন্ডিজ)- ১৩২ ম্যাচে ৫১৯ উইকেট
কপিল দেব (ভারত)-১৩১ ম্যাচে ৪৩৪ উইকেট
রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড)- ৮৬টি ম্যাচে ৪৩১ উইকেট
শন পোলক (দক্ষিণ আফ্রিকা)-১০৮ টেস্টে-৪২১ উইকেট
হরভজন সিং (ভারত)-১০২ টেস্টে ৪১৬ উইকেট
ওয়াসিম আক্রাম (পাকিস্তান)-১০৪ টেস্টে ৪১৪ উইকেট
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ১০৭ টেস্টে ৪১২ উইকেট
কোর্টলি অ্যামব্রোজ (ও.ইন্ডিজ)- ৯৮ টেস্টে ৪০৫ উইকেট
ডেল স্টেইন (দ.আফ্রিকা)-৮০ টেস্টে ৪০০ উইকেট (জি নিউজ)

এরকম আরো কিছু নিউজঃ


## এবার ওয়ানডেতেও ট্রিপল সেঞ্চুরি!

## রোজা রেখে ক্রিকেট খেলেন যে ৫ ক্রিকেটার

## ক্রিকেটের সর্বকালের সেরা পাঁচ গতি তারকা

## ১ বলে ২৮৬ রান!

## তবলীগ জামাতে তামিম ও অনন্ত জলিল!

## যে তিন ক্রিকেটার কুরআনের হাফেজ