Search
Close this search box.
Search
Close this search box.

ইঁদুরের কাণ্ডে আকাশ থেকে নামলো বিমান

air-indiaপ্রায় ২০০ যাত্রী নিয়ে দিল্লি থেকে গতকাল বহস্পতিবার ইতালির মিলানের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই-১২৩ বিমানটি। দুই ঘণ্টার পথ পেরিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যখন পাকিস্তানের আকাশে তখনই কয়েকজন কর্মী ও যাত্রীর নজরে পড়ে একটি ইঁদুর। বিমানের কেবিনে ঘোরাফেরা করতে দেখা যায় সেটিকে।

আর সে কারণেই মাঝ আকাশ থেকে দিল্লিতেই ফিরে আসে এয়ার ইন্ডিয়ার বিমানটি। কারণ নিয়মানুসারে কোনো ইঁদুর পাওয়া গেলে বিমানকে অবিলম্বে অবতরণ করাতে হয়।

chardike-ad

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ইঁদুর থাকার সন্দেহে বৃহস্পতিবার দিল্লি থেকে মিলানগামী বিমানটি ফিরিয়ে আনা হয়। যদিও ইঁদুর ছিল কি না তা নিশ্চিত নই। কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে  বিমানটিকে ফিরিয়ে আনা হয়। ইঞ্জিনিয়ারিং দল বিষয়টির তদন্ত করছে।