Search
Close this search box.
Search
Close this search box.

ক্রিকেটের বদলে ফুটবল!

bangladesh-teamটানা বৃষ্টিতে দুদিন ধরে খেলা বন্ধ। হোটেলে বসে থেকে থেকে শরীর জমে গিয়েছিল। হাঁটা-চলা আর খাওয়া-দাওয়া করা ছাড়া কোনো কাজ নেই। নেই টিম মিটিংও।

শনিবারের প্রথমার্ধও একইভাবে কাটান বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। কিন্তু বেলা ১২টার পর সূর্য উঁকি দেওয়ার পর হোটেল ছাড়ার সুযোগ হয়। দুপুর সোয়া ১২টায় বাংলাদেশ দল ও পরক্ষণেই দক্ষিণ আফ্রিকা দল হোটেল সোনারগাঁও ছাড়ে। স্টেডিয়ামে পৌঁছে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলার অপেক্ষায় ক্রিকেটাররা। দুপুর সোয়া ২টায় খেলা শুরু কথা ছিল। কিন্তু বেরসিক বৃষ্টি সে সম্ভাবনাও নষ্ট করে দেয়।

chardike-ad

কি আর করা। ব্যাট আর ক্রিকেট বল বাদ দিয়ে ফুটবল নিয়ে মাতেন ক্রিকেটাররা। টাইগারদের অধিনায়ক মুশফিকুর রহিম ড্রেসিং রুম থেকে বের হয়ে প্রথমে উইকেট দেখেন। এরপর চলে যান সতীর্থদের সঙ্গে ফুটবল খেলতে। সেখানে সাকিব-তামিম-নাসির-মাহমুদুল্লাহরা সবাই ছিলেন।

প্রোটিয়া শিবিরের চিত্রও ছিল একই রকম। তবে ফুটবল খেলার আগের হাল্কা স্ট্রেচিং ও ফিজিক্যাল ট্রেনিং করেন আমলা-স্টেইনরা। ফুটবল খেলার পর একই বল দিয়ে চলে ভলিবল খেলাও। আবারও বৃষ্টি। মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফেরেন ক্রিকেটাররা।

আম্পায়ার বেলা ৩টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার ১০ মিনিট পর হোটেলের উদ্দেশে স্টেডিয়াম ছাড়েন দুই দলের ক্রিকেটাররা।