বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৪ অগাস্ট ২০১৫, ১১:২০ পূর্বাহ্ন
শেয়ার

মেয়ের বাবা হচ্ছেন জাকারবার্গ!


zuckerbergবাবা হতে যাচ্ছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। গতকাল শুক্রবার ফেসবুকের একটি পোস্টে এই তথ্য জানান তিনি।

ফেসবুক পেইজে দেওয়া স্ট্যাটাসে জাকারবার্গ জানান, মেয়ের বাবা হতে যাচ্ছেন তিনি। তার স্ত্রী প্রিসিলা এর আগে তিনবার গর্ভধারণে ব্যর্থ হয়েছিলেন। তবে এখন প্রিসিলা ও তাদের অনাগত সন্তান সুস্থ আছেন বলেও জানিয়েছেন জাকারবার্গ।

এই পেসবুক পোস্টে মার্ক জাকারবার্গ-প্রিসিলা চ্যান দম্পতির একটি ছবিও দিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা। এই ছবিতে তাদের পোষা একটি কুকুরও রয়েছে।

জাকারবার্গ বলেন, বাবা হওয়ার সংবাদ আপনাদের খুবই আশাবাদী করে তুলবে। আর তখন থেকেই আপনি স্বপ্ন দেখবেন তাদের ভবিষ্যৎ নিয়ে। আর পরিকল্পনা করতে করতে সব শেষ হয়ে যাওয়ার অভিজ্ঞতা খুবই কষ্টের।

তিনি লিখেছেন, বাবা হওয়া জীবনের নতুন একটি অধ্যায়। এখন আমাদের লক্ষ্য হলো বিশ্বকে আমাদের সন্তান এবং পরবর্তী প্রজন্মের জন্য আরও উন্নত করে গড়ে তোলা।

সূত্র: বিবিসি