Search
Close this search box.
Search
Close this search box.

৬০ রানেই অলআউট অস্ট্রেলিয়া

englandস্টুয়ার্ট ব্রডের বোলিং তোপে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে মাত্র ৬০ রানে অল আউট হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইংলিশ বোলার ব্রড একাই নিয়েছেন ৮ উইকেট। মাত্র ১১১ বল খেলে শেষ হয় অসিদের প্রথম ইনিংস।

এর আগে এত কম বল খেলে টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে কোনো দল অলআউট হয়নি। প্রথম ইনিংসে সবচেয়ে কম বল খেলে অলআউট হওয়ার আগের রেকর্ডটিও অস্ট্রেলিয়ারই। ১৮৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১১৩ বল খেলে অলআউট হয় তারা। ওই ইনিংসে অসিদের সংগ্রহ ছিল ৫৩ রান।

chardike-ad

বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। অস্ট্রেলিয়ার উইকেট পতনের এই মিছিল আর থামেনি। ২৫ বলে ২১ রান তুলতেই প্রথম ৫ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ৬০ রান তলতেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। অসিদের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন মিচেল জনসন। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। এছাড়া সর্বোচ্চ ১৪ রান আসে অতিরিক্ত খাত থেকে।