Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা কোরিয়ান প্রবাসীদের

অনলাইন প্রতিবেদক, ২১ এপ্রিল, ২০১৩:

গত কয়েকমাস ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। যুদ্ধাপরাধের বিচার, ধর্মীয় এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে দেশের পরিস্থিতি এখন নাজুক। লাগাতার হরতালে শিক্ষাপ্রতিষ্টানগুলোতে নিয়মিত ক্লাস হচ্ছে না, এইচএসসি পরিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছে। ব্যবসায়ীদের হতাশা প্রতিদিন পত্রিকায় আসছে। বাংলাদেশে অবস্থানরত বিদেশীরা আছেন আতংকে। সব মিলিয়ে যে পরিস্থিতি দাড়িয়েছে তাতে স্বস্তিতে নেই প্রবাসে অবস্থানরত বাংলাদেশীরাও।কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশীরা কাজের ফাঁকে নিয়মিত ফোন করে যোগাযোগ রক্ষা করছেন পরিবারের সাথে। পত্রিকা আর টিভির খবরে উৎকণ্ঠায় থাকেন সবাই।

chardike-ad

কোরিয়ার সুওনে কর্মরত ফারুক আহমেদ জানান “দেশে যে অবস্থা চলছে তাতে প্রতিদিনই চিন্তার মধ্যে থাকি। কখন কি হচ্ছে তার কোন ঠিক ঠিকানা নাই। তাই প্রতিনিয়তই পরিবারের খবর নিচ্ছি। রাজনৈতিক অস্থিরতার কারণে সাধারণ মানুষও উদ্বিগ্ন। কাউকেও নিরাপদ মনে হয়না। আমরা যারা বিদেশে থাকি দেশের জন্য আরো অস্থির লাগে।

কোরিয়াতে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের ফেসবুকেও নিজেদের হতাশা প্রকাশ করতে দেখা যায়।