শনিবার । জুন ১৪, ২০২৫ । ১১:৩১ অপরাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৫ অগাস্ট ২০১৫, ৮:৪০ পূর্বাহ্ন
শেয়ার

৭০তম স্বাধীনতা দিবস উৎযাপন করছে কোরিয়া


gyeongbok palace

৭০ তম স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে সিউলের খিয়ংবুক প্যালেসে চলছে সাংস্কৃতিক উৎসব

স্বাধীনতার ৭০ বছর উৎযাপন করছে দক্ষিণ কোরিয়া। এবার ‘এক কোরিয়া’ স্লোগান নিয়ে পুরো কোরিয়াব্যাপী ব্যাপকভাবে স্বাধীনতা দিবস উৎযাপন করছে দেশটির সরকার। এই উপলক্ষে গতকাল সরকারী ছুটি ঘোষণা করা হয় আগের সপ্তাহে।  আজ সিউলে দিনব্যাপী বিভিন্ন ধরণের কোরিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, কনসার্টসহ চলবে নানা আয়োজন।

opera

সিউলে ন্যাশনাল থিয়েটারে আয়োজন করা হয়েছে আরিরাং অর্চেষ্টা’র

১৯৪৫সালের এই দিনে দুই কোরিয়া জাপান থেকে স্বাধীনতা লাভ করে। প্রায় ৩৫ বছরের জাপানীদের অধীনের থাকার পর স্বাধীনতা লাভ করলেও খুব দ্রুত সময়ে দুই ভাগ হয়ে যায় দেশটি।  উত্তর এবং দক্ষিণ ভাগ হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা লেগেই আছে।