Search
Close this search box.
Search
Close this search box.

পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

BD-Tigerশারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ২০ রানে হারায় পাকিস্তান।

শনিবার বিকেএসপিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন আমিন উদ্দিন। আগের ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ ধ্রুপম পত্রনবীশ তীর্থের ব্যাট থেকে আসে ২২। এছাড়া সুজাউল ইসলাম ১৬ ও অধিনায়ক আলম খান ১১ রান করেন।

chardike-ad

পাকিস্তানের পক্ষে ফায়েজ আহমেদ ১১ রানে ৪ উইকেট নেন।

১১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ ওভারে ১ উইকেটে ৪৮ রান করে পাকিস্তান। এরপর বৃষ্টি নামায় আর খেলা সম্ভব হয়নি। পাকিস্তানের অধিনায়ক হাসনাইন আলম ৩৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি পান তীর্থ।

দিনের অপর ম্যাচে ভারতকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৩ রানে হারায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৫০ রান করে ইংল্যান্ড। ভারত ১১ ওভারে তিন উইকেট হারিয়ে ৫৩ রান করলে ম্যাচটি বৃষ্টির কবলে পরে। পরে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়।