cosmetics-ad

র‍্যাংকিংয়ে ৬ এ আসার সুযোগ টাইগারদের!

Mashrafe

ওয়ান্ডেতে নতুন এক মাইলফলক স্পর্শ করার সুযোগ মাশরাফি-সাকিবদের সামনে। ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ তে হেরে যায় তাহলে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাংকিংয়ে ৬ এ চলে আসবে বাংলাদেশ।

চলতি ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ২-০ তে এগিয়ে আছে। সিরিজ শুরু হওয়ার আগে থেকে ৯৮ রেটিং নিয়ে ইংল্যান্ডের অবস্থান ৬ নম্বর। এখন সেটা কমে ৯৭ এ দাঁড়িয়েছে। ৯৬ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড যদি ৪-১ তে হেরে যায় তাহলে হয়ত তারা র‍্যাংকিংয়ে ৭ এ চলে আসবে। আর বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাংকিংয়ে ৬ এ চলে যাবে।