Search
Close this search box.
Search
Close this search box.

যে দলের হয়ে বিপিএল মাতাবেন আফ্রিদি

afridiবিশ্বের হাতে গোনা কয়েকজন দানবীয় ব্যাটসম্যানদের শীর্ষে রয়েছেন ছক্কার জনক তথা পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফিদি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৃতীয়বারের মত বিপিএলের আয়োজন করেছে। এই আসরে অংশ নিচ্ছেন তিনি। আফ্রিদি এর আগে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে খেললেও এবার তিনি খেলবেন অন্য দলের হয়ে।

chardike-ad

সিলেট রয়্যালসের নাম পরিবর্তন করা হয়েছে। এই দলের নাম এখন কুমিল্লা লিন্ডেজ। আফ্রিদি এই দলের হয়ে খেলবেন। আইসিসির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামালের কন্যা ও দলটির কর্ণধার নাফিসা কামাল বলেছেন, ‘পাকিস্তানের শহিদ আফ্রিদিকে আমরা নেবো। এছাড়া তালিকায় থাকবেন কেভিন পিটারসেন।

মাশরাফি, মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারাকেও দলে ভেড়ানোর জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি।’ প্রসঙ্গত, আর মাত্র ৪৩ দিন পরেই মাঠে গড়াচ্ছে বিপিএল। তাই দল গোছানোর চেষ্টায় প্রত্যেকটি দল।