Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বে সাত লাখের বেশি নারী ও শিশু কারাগারে

arrestবিশ্বের বিভিন্ন দেশের কারাগারে সাত লাখের বেশি নারী ও শিশু বন্দী রয়েছে বলে একটি গবেষেণায় উঠে এসেছে। একইসঙ্গে কারাগারে পুরুষ বন্দীদের চেয়ে নারীদের সংখ্যা দ্রুত বাড়ছে। লন্ডনের বার্কবেক বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর ক্রিমিনাল পলিসি রিসার্চ বিশ্বের ২১৯টি দেশের ওপর এই গবেষণা করেছে। খবর বিবিসির।

গবেষণায় বলা হয়েছে, ২০০০ সালের পর বিশ্বে কারাগারে নারী ও শিশুদের সংখ্যা অন্তত ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এসব বন্দীর অর্ধেকই রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ায়।

chardike-ad

গবেষক ড. জেসিকা জ্যাকবসন বলেছেন, নারী ও শিশুরা অনেক ক্ষেত্রেই সমাজের সবচেয়ে দুর্বল অংশ। আর এ কারণেই তারা সহজেই অপরাধ আর শোষণের শিকার হচ্ছেন। এ গবেষণা দেশগুলোর সরকারকে এ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজে আসবে।

গবেষণায় আরো বলা হয়েছে, পুরুষ বন্দীদের সংখ্যা বৃদ্ধির হারের চেয়ে নারীদের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে এল সালভাদোর, ব্রাজিল, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতে এ হার বেশি। তবে আফ্রিকান দেশগুলোর কারাগারে নারীদের সংখ্যা সবচেয়ে কম।