Search
Close this search box.
Search
Close this search box.

ইপিএস বাংলা ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল আগামীকাল

আগামীকাল আনসানে ইপিএস বাংলা ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল দশটায় অনুষ্ঠিতব্য ফাইনালে মোকাবেলা করবে পাজু ক্রিকেট টিম এবং কিং অব সংগুরি। কোরিয়ার স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্টান আল মাইয়িদা মুসলিম ফুডের পৃষ্টপোষকতায় ইপিএস বাংলা কমিউনিটি কর্তক আয়োজিত ‘ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্ট’২০১৫’ গত ৩০ আগস্ট শুরু হয়। এই টুর্নামেন্টে কোরিয়া বিভিন্ন প্রদেশ থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ফাইনাল খেলা শেষে ইপিএস বাংলা কমিউনিটি বনাম বাংলাদেশ দূতাবাসের মধ্যকার প্রীতিম্যাচ অনুষ্ঠিত হবে। প্রীতিম্যাচের পর দুপুরের বিশেষ খাবার পরিবেশন শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিউলস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া আনসান সিটির সোজাং কিম জোং ছল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

chardike-ad

মাঠের ঠিকানাঃ

আনসান মাঠঃ 경기도 안산시 단원구 ( 초지1운동장 단원 구청 앞)

৪ নাম্বার লাইনের 조치역 নেমে হেটে বা ট্যাক্সিতে 단원 구청 এর সামনে গেলেই মাঠ দেখা যাবে। অথবা আনসান থেকে ৫২ নাম্বার বাসে উঠে ৭টা স্টেশন পরে 단원구청 স্টেশনে নামলেই মাঠ পাবেন।

eps cricket 2015