Search
Close this search box.
Search
Close this search box.

তাই বলে বৈদ্যুতিক খুঁটির উপর

lionনতুন মানুষ দেখা এবং নতুন পরিবেশে গমণের চিরন্তন ইচ্ছা মানুষকে কত জায়গায়ই না নিয়ে যায় কিন্তু পর্বত সিংহদেরও কি এই ইচ্ছে জাগতে পারে? যদি পর্বত সিংহরা তাদের জীবনের একঘেয়েমি কাটানোর জন্য কদাচিৎ দূরে কোথাও পারি দেয় তাহলে কী সেটা অস্বাভাবিক কিছু হবে? দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই পর্বত সিংহকে মনে হচ্ছে নতুনকে আবিষ্কারের নেশায় পেয়েছে। নতুন মানুষ দেখা ভাল কথা কিন্তু তাই বলে বৈদ্যুতিক খুটির উপর বসে?

গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় লুসার্ন ভ্যালির পাশে এক বৈদ্যুতিক খুটির উপরে উঠা এই পর্বত সিংহটির ছবি তোলা হয়। পর্বত ছেড়ে একটু দূরে এসে পড়ে সিংহটি। আপাতদৃষ্টিতে মনে হয়েছে পাশ দিয়ে চলা একটি স্কুল বাস দেখেই সে সচকিত হয়ে আশ্রয়ের খোঁজে ওই খুঁটির উপর উঠে বসে।

chardike-ad

জানা যায় বাসটি দ্রুত পাশ দিয়ে চলে গেলেও সিংহটি সেখানে সারা বিকেল বসে ছিল। নিরব আর শান্ত হয়ে সে শুধু এদিক ওদিক দেখছিল। একসময় বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে ওখান থেকে একটুও নড়েনি। শেষমেশ বুধবার সকাল সে তার ভ্রমণ এবারের মতো সাঙ্গ করে ওই খুঁটি থেকে নেমে আবার সেই চিরচেনা পর্বতের পথ ধরে।

খুঁটির ওপর বসা এই সিংহের ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ সারা জাগায়।