Search
Close this search box.
Search
Close this search box.

কম্পিউটার গেম খেলে কোটি টাকা আয়

maroneকম্পিউটার গেম খেলার নেশা অল্প-বিস্তর সবারই থাকে। এর জন্য স্ত্রী-র মুখ ঝামটা থেকে মায়ের বকুনি, অফিসে কাজের ফাঁকে ১০ মিনিট খেলেও সহকর্মীদের চক্ষুশূলও হতে পারেন। লাভের লাভ হয় না বললেই চলে। তবে সবার না হলেও জর্ডন ম্যারনের হয়। আর এমন হয় যে ৩৬ কোটি টাকার (৪.৫ মিলিয়ন ডলার) বাংলো কেনা তার কাছে কোনো ব্যাপারই নয়!

২৩ বছরের জর্ডন সম্প্রতি হলিউডে একটি হিলটপ বাংলো কিনেছেন, যার দাম বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা। আরও আশ্চর্যের ব্যাপার এই যে, ইনি কেবল কম্পিউটার গেম খেলেই কোটি টাকা কামান। আসেল জর্ডন ইউ টিউবে একটি ভিডিয়ো চ্যানেল চালান। সকলের কাছে ‘ক্যাপ্টেন স্পার্কেল’ নামেই পরিচিত ইনি। এই চ্যানেলে জর্ডনের মাইকত্রাফ্ট গেমস খেলার ভিডিও দেখানো হয়। এর জন্য জর্ডনের সঙ্গে গেমস প্রস্তুতকারি সংস্থা পোলারিসের চুক্তি হয়েছে।

bangloইউ টিউব এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা শুনলে চমকে যাবেন। ৮৮ লাখ। ১৯০ কোটি বারেরও বেশি জর্ডনের গেম খেলার ভিডিও দেখা হয়ে গেছে অনলাইনে। এই বিরাট জনপ্রিয়তার জন্যই রোজগারের পরিমাণটাও বিরাট। যে বাংলোটি জর্ডন কিনেছেন তা দেখলে যেকোনো হলিউড স্টার পর্যন্ত হিংসে করতে পারেন।

chardike-ad