Search
Close this search box.
Search
Close this search box.

জানুয়ারিতে আসছে গ্যালাক্সি এস৭!

samsungআইফোনের ধারাবাহিক সাফল্য ও কমমূল্যের চীনা হ্যান্ডসেটের বাজার দখলে ‘অস্তিত্ব সংকটে’ পড়তে বসা স্যামসাং বাজার ধরতে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি আগামী বছরের শুরুতে গ্যালাক্সি সিরিজের পরবর্তী হ্যান্ডসেট এস৭ ছাড়তে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, হ্যান্ডসেটটির পর্দা হবে থ্রিডি টাচ। এর মাধ্যমে ‘থ্রিডি টাচ’ পর্দা নিয়ে প্রথমবার কোনো অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসতে যাচ্ছে।

chardike-ad

সংবাদমাধ্যম বলছে, সিনাপটিক নামে একটি প্রতিষ্ঠান হ্যান্ডসেটটি তৈরির কাজ পেয়েছে, যা গ্যালাক্সি এস৭-কে সদ্য বাজারে আসা আইফোন ৬এস’র ইন্টারফেসের আদলে তৈরি করবে।

হ্যান্ডসেটটির পর্দা আগের হ্যান্ডসেটগুলোর তুলনায় বড় হবে জানিয়ে বলা হয়, এর অভ্যন্তরীণ ধারণক্ষমতা হবে ১২৮ গিগাবাইট। এছাড়া বর্ধিত ধারণক্ষমতার বেশ সুবিধা থাকবে এতে। এছাড়া থ্রিডি টাচস্ক্রিনের মাধ্যমে ব্যবহারকারী তার নিজের মতো করে ছবি দেখতে পারবেন।

এদিকে, গ্যালাক্সিএস৭.কম জানায়, আগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস৭ বাজারে ছাড়া হবে এ সংক্রান্ত একটি ঘোষণা চলতি বছরের ডিসেম্বরে দিতে যাচ্ছে স্যামসাং।

বুধবার (১৪ অক্টোবর) নিজস্ব অপারেটিং সিস্টেমে চালিত তৃতীয় হ্যান্ডসেটটি বাজারে ছেড়েছে স্যামসাং।