Search
Close this search box.
Search
Close this search box.

নতুন বিতর্কে জড়িয়ে শাস্তির মুখে আমির

amirএবার ঘরোয়া ক্রিকেটে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়লেন পাকিস্তানি বাহাতি পেসার মোহাম্মদ আমির। মঙ্গলবার পাকিস্তানের কায়েদে আজম ট্রফির এক ম্যাচে সুই সাউদার্ন গ্যাসের হয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছিলেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া ক্রিকেটের আচরণবিধির ৪৫.৪ ও ৪৫.৫ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে শাস্তি হয়েছে আমিরের। জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ১৫০ শতাংশ।

chardike-ad

এ ব্যাপারে পিসিবির এক মুখপাত্র ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘দুইটি ভিন্ন অপরাধে তাকে ম্যাচ ফির ৫০ ও ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। পিআইএ’র ব্যাটসম্যান ফয়সাল ইকবালের সাথে শ্লেজিং ও বাদানুবাদে জড়িয়েছিল সে। ওই ব্যাটসম্যানকেও তার ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।’

স্পট ফিক্সিং এর দায়ে পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর গত সেপ্টেম্বরে শাস্তিমুক্ত হন আমির। ঘরোয়া ক্রিকেটে ফিরেই সর্বশেষ ৩ ম্যাচে দারূণ বোলিং করে ২৭ উইকেট শিকার করেছেন তিনি।