Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার কাছে ২০০ ভ্রাম্যমাণ ক্ষেপনাস্ত্র!

অনলাইন প্রতিবেদক, ১৭ মে ২০১৩:

উত্তর কোরিয়ার কাছে ২০০ ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র বা লাঞ্চার আছে। যার মধ্যে ৫০টিরও বেশি মধ্যপাল্লার ও ১শ’ ৫০টিরও বেশি স্বল্পপাল্লার ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক আছে। দক্ষিণ কোরিয়ার মিলিটারী কর্তৃপক্ষ ধারণা করেছিল উত্তর কোরিয়ার ৯৪টির মতো ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র আছে। দক্ষিণ কোরিয়ার প্রধান বার্তাসংস্থা ইউনহাপ কোরিয়া ইন্সটিটিউট ফর আনালাইসিস (কিডা)এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

chardike-ad
উত্তর কোরিয়ার সমরাস্ত্র প্রস্তুতি
উত্তর কোরিয়ার সমরাস্ত্র প্রস্তুতি

এবারই প্রথমবারের মত উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্রের সংখ্যা বিষয়ে সরকারীভাবে কোন তথ্য প্রকাশ করল দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র মিত্রশক্তি।

সিউল ধারণা করছে উত্তর কোরিয়া ক্ষেপনাস্ত্র বৃদ্ধির কাজ অব্যাহত রেখেছে। সিউলের আনুষ্টানিক এই রিপোর্টের পর এখনো উত্তর কোরিয়া এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি।