Search
Close this search box.
Search
Close this search box.

ফের পরিবর্তন এলো ফেসবুকে

facebookফের পরিবর্তন এলো ফেসবুকে। পরিবর্তনটা এসেছে অ্যাকাউন্ট সেটিংসে। ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রাইভেসি সেটিংসে বড়সড় রদবদল করেছে। এবার থেকে ব্যবহারকারীর পাবলিক পোস্টের ফিড ফেসবুকের ওপরের ডান কোণায় সার্চের জন্য বরাদ্দ বক্সটিতে সহজেই দেখা যাবে।

এছাড়া ব্যবহারকারীর স্ট্যাটাসে ব্যবহৃত শব্দগুচ্ছের যেকোনো একটি শব্দ যদি কেউ ফেসবুকে খোঁজেন তবে সেই ব্যক্তি আপনার পাবলিক পোস্টটি সহজেই দেখতে পাবেন। তা সে আপনার পোস্টটি যত পুরানোই হোক না কেন, সার্চ ইঞ্জিনে চলে আসবে আপনার পোস্টটি।

chardike-ad

গতবছর থেকেই নয়া রদবদলটি এনেছে ফেসবুক, তবে এতদিন আপনার ফ্রেন্ডলিস্টে যারা রয়েছে, তারাই সার্চ ইঞ্জিনে আপনার পোস্টটি খুঁজে পেতেন। কিন্তু এখন থেকে ২ ট্রিলিয়ন মানুষ, যারা ফেসবুক ব্যবহার করেন, আপনার পোস্ট দেখতে পাবেন। ফেসবুক তাদের এক ব্লগে জানিয়েছে, নয়া সেটিংসের ফলে কাউকে খুঁজে পেতে এবার আরও সুবিধা হবে।(বাংলামেইল)