Search
Close this search box.
Search
Close this search box.

সার্চ সেবায় ২ ট্রিলিয়ন পোস্ট যোগ করল ফেসবুক

MP-Facebook-Searchনিজেদের সার্চ সেবায় ২ লাখ কোটি পোস্ট যোগ করেছে ফেসবুক। এর মাধ্যমে গ্রাহকরা অনেক পুরনো পোস্টও এখন খুঁজে পাবেন। পুরনো ইভেন্ট বা প্রয়োজনীয় কোনো তথ্য পেতে এ সেবা কাজে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর বিবিসি।

সাইটটিতে গ্রাহকদের আটকে রাখতেই নিত্যনতুন সেবা আনছে ফেসবুক। অর্থ লেনদেনের পাশাপাশি সরাসরি পণ্য কেনার মতো সেবাও তারা চালু করেছে। সম্প্রতি সংবাদ প্রচারে কাজ করে যাচ্ছে তারা। এ ধরনের উদ্যোগ প্রতিষ্ঠানটিকে বিভিন্ন সেবার একক প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করছে। গ্রাহকদের দুই লাখ কোটি পোস্ট সার্চ সেবায় যোগ করার মাধ্যমে গ্রাহক আটকে রাখার চেষ্টাই ফেসবুক করছে বলে মনে করছেন খাত-সংশ্লিষ্টরা। ফেসবুকের সার্চ খাতের প্রধান টম স্টকি জানান, সার্চ সেবা নিতে অনেকে এরই মধ্যে ফেসবুকের শরণাপন্ন হচ্ছেন। প্রতিদিন প্রায় ১৫০ কোটিবার সাইটটিতে বিভিন্ন বিষয় সার্চ দেয়া হয়।

chardike-ad

ফেসবুকের ২ লাখ কোটি পোস্ট খুঁজে পাওয়ার সেবাটি বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। শিগগিরই বিশ্বের অন্যান্য দেশের গ্রাহকদের জন্য এটি চালু হবে বলে জানানো হয়। উল্লেখ্য, টুইটারও সম্প্রতি মোমেন্ট নামের একই ধরনের একটি সেবা চালু করে। বণিকবার্তা।