Search
Close this search box.
Search
Close this search box.

১৮.৪ ইঞ্চির ট্যাবলেট আনছে স্যামসাং

samsung১৮ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লের ট্যাবলেট আনছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাং। আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও বিভিন্ন গুজবের ওপর ভিত্তি করে বিষয়টি নিয়ে প্রযুক্তি বিশ্বে আলোচনা চলছে ব্যাপক পরিসরে। সম্প্রতি স্যামমোবাইল ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বিশাল আকৃতির ওই ট্যাবলেট ডিভাইসের বডির সঙ্গে ইনবিল্ট স্ট্যান্ড এবং একটি হ্যান্ডল থাকবে। খবর ম্যাশেবল।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের এ ট্যাবলেটের সম্ভাব্য নাম হতে পারে ‘গ্যালাক্সি ভিউ’। এতে ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হবে। এছাড়া গ্যালাক্সি ভিউ অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চালিত হবে। ২ গিগাবাইট র্যামের জায়ান্ট আকৃতির এ ট্যাবলেটে ৬৪-বিটের অক্টা-কোর এক্সিনস ৭৫৮০ প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটিতে ৩২ গিগাবাইটের অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা থাকবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী বাড়ানোর সুবিধা পাবেন গ্রাহক। ৫ হাজার ৭০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এ ডিভাইসে ৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সম্মুখ ক্যামেরা ব্যবহার করা হবে। এরই মধ্যে স্যামসাংয়ের এ ট্যাবলেটকে আইপ্যাড প্রোর কিলার হিসেবে অ্যাখ্যা দিতে শুরু করেছেন অনেকেই।

chardike-ad

বিশ্লেষকদের মতে, গ্রাফিক্স ডিজাইন-সংশ্লিষ্টদের কথা বিবেচনা করেই বিশাল আকৃতির ট্যাবলেট আনছে স্যামসাং।