Search
Close this search box.
Search
Close this search box.

এক চার্জে চলবে ৫০ দিন

philips-mobileফিলিপসের ই৩১০ একটি ফিচার ফোন। বাজারে এসেছে খুব বেশিদিন হয়নি। ২০১৫ সালের জানুয়ারি মাসে বাজারে আসে এটি। ফিচার ফোনের বাজারে এটি এখনও আধিপত্য ধরে রখেছে। এই ফোনটি অন্যসব ফোনের চেয়ে খানিকটা আলাদা। আলাদা হবার মূল কারণ এটির ডিজাইন। ফোনটি দেখতে চৌকো। ফোনটিতে রয়েছে শক্তিশালী ব্যাটারি।

ফোনটির ডিসপ্লে ২.৪ ইঞ্চি। ডিসপ্লের রেজুলেশন ২৪০x৩১০ পিক্সেল। এটির ব্যাটারি ১৬৩০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। ফলে ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ দিলে ২৫ ঘণ্টা টক টাইম পাওয়া যাবে। অন্যদিকে এটি ১১৯০ ঘণ্টা অথাৎ ৫০ দিন দিন পর্যন্ত সচল থাকবে।

chardike-ad

ফিচার ফোন হলে কি হবে এটিতে ক্যামেরা রয়েছে। তবে ক্যামেরার রেজুলেশন অনেক কম। এতে ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা সংযোজন করা হয়েছে।

ডুয়েল সিমের এই ফোনটিতে এমপিথ্রি প্লেয়ার, এফএমরেডিও, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং ফ্লাশ লাইট রয়েছে।

ফিলিপসের এই ফোনটির বিল্টইন মেমোরি ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ভারতের বাজারে ফোনটির মূল্য ৩৫৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৪ হাজার ৩১১ টাকা।