আগ্রায় মুঘল সম্রাট শাহজানের তৈরি তাজমহল দেখে মুগ্ধ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। অনুভূতি জানান, ‘তাজমহল যতটা সুন্দর ভেবেছিলাম তার থেকে আরো বেশি সুন্দর।’
ফেসবুকে লিখেন, ‘তাজমহল দেখার খুব ইচ্ছে ছিল। ভাবতেই আশ্চর্য লাগে মানুষ কি-না গড়তে পারে। ভালোবাসা কতটা অনুপ্রাণিত করলে এই ধরণের একটি নিদর্শন গড়া যায়।’
তাজমহল দর্শনের মধ্যে দিয়ে ভারত সফর শুরু করেন জুকারবার্গ।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ব্যবহারকারী হিসেবে আমেরিকার পরেই ভারতের স্থান। ভারতে ইন্টারনেট ব্যবহার করেন প্রায় ১৩০ কোটি মানুষ। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। তাই দেশটির সাথে সংযোগ আরো দৃঢ় করার উদ্দেশ্য নিয়ে এসেছেন জুকারবার্গ।
সূত্র : ওয়ালস্ট্রিট জার্নাল







































