Search
Close this search box.
Search
Close this search box.

নিরাপদ পাসওয়ার্ড বেচছে ১১ বছরের মোদী

miraমীরা মোদি, না ইনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো আত্মীয় পরিজন নন। ১১ বছরের মীরা সংবাদের শিরোনামে এসেছেন সাইবার ক্রাইম থেকে আপনার ই-মেল ও ফেসবুক সুরক্ষিত রাখার পদ্ধতি আবিষ্কার করে। মাত্র ১১ বছরের মীরা নিউইয়র্কের বাসিন্দা। ষষ্ঠ শ্রেণির ছাত্রী মীরা ইতিমধ্যেই খুলে ফেলেছে নিজের ওয়েবসাইট। আর সেখানেই সে তৈরি করে ফেলেছে সাংকেতিক পাসওয়ার্ড। যা দিয়ে আপনার ই-মেল ও ফেসবুককে সুরক্ষিত রাখতে পারবেন।

মাত্র ২ ডলারের বিনিময়ে পাওয়া যাবে এই পাসওয়ার্ড। এই পদ্ধতি আসলে ডাইস ওয়্যার নাম খ্যাত। এই রানডাম পদ্ধতিতে তৈরি হবে পাসওয়ার্ড যা আপনার ব্যক্তিগত সাইট ও মেলকে সুরক্ষা দেবে।

chardike-ad

মীরা মোদি জানিয়েছেন, এই ইউনিক পদ্ধতিতে তৈরি হবে নিজস্ব পাসওয়ার্ড যা সম্পূর্ণ সুরক্ষিত। এর ব্যবহারও খুব সহজ। মীরার মা পেশায় সাংবাদিক। তিনি জানিয়েছেন, কাজ করতে করতে মীরার মাথায় আসে নিরাপদ পাসওয়ার্ডের কথা।