Search
Close this search box.
Search
Close this search box.

কেন জুকারবার্গকে ব্লক করা যায় না?

jugarbargজনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে কেউ চাইলেই ব্লক করতে পারবেন না। সাধারণত কেউ যদি কাউকে পছন্দ না করে কিংবা তার দ্বারা বিরক্তিকর কোনো পরিস্থিতির সুযোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয় তবে ঐ ব্যক্তিতে ব্লক করে রাখে অপর ব্যক্তি। কিন্তু আপনি চাইলেই মার্ক জুকারবার্গকে ব্লক করতে পারবেন না। কিন্তু কেন? আসুন জেনে নেই।

এক বছর হলো জুকারবার্গকে কোনভাবেই ব্লক করা যায় না। নাহ! এটা ফেসবুক ইঞ্জিনিয়ারদের করা কোন জোকস নয়। এমনকি মার্ক জুকারবার্গের আত্ম অহংকারও নয়। এটা জুকারবার্গের চোখ আপনার অ্যাকাউন্টের উপর নজর রাখার জন্যই।

chardike-ad

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের মতে, ‘এটা ফেসবুকের নিরাপত্তাজনিত একটি প্রক্রিয়া। সেইফগার্ড প্রক্রিয়ায় ব্লক অ্যাকাউন্টগুলোকে অন্য অ্যাকাউন্ট থেকে ছুঁড়ে মারে। এটা দিয়ে যাতে নিগ্রহ ও অত্যাবশ্যক প্রচারণাগুলো যাতে লক্ষ্যবস্তু না হয়।’

ফেসবুক বলে সেই নিরাপত্তার কথা। সুতরাং এখানে চিন্তার কিছু নেই। এমন অনেক মানুষ আছে যারা জুকারবার্গকে প্রায় সময় ব্লক করার চেষ্টা করে।

জুকারবার্গের নিজস্ব ভেরিফায়েড পেজে ফলোয়ারের সংখ্যা ৪০মিলিয়নেররও বেশি।