Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের সেরা ভবন দ্য ইন্টারলেস

buldingবিশ্বের সেরা বাড়ি। কেমন তার ডিজাইন? কতটাই বা সেখানে আধুনিক সুযোগ-সুবিধের ব্যবস্থা? জানতে হলে চলুন সিঙ্গাপুর।

কারণ, সিঙ্গাপুরের দ্য ইন্টারলেস জিতেছে এ বছরের সেরা বাড়ির খেতাব। বিশ্ব স্থাপত্য উত্‍সবে ইন্টারলেসকে এই শিরোপা দেয়া হয়।

chardike-ad

১ লাল ৭০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত এই আবাসনে ১৪০০ ইউনিট রয়েছে। ২০১৩-তে নির্মিত দ্য ইন্টারলেসে ৩১টি অ্যাপার্টমেন্ট ব্লক রয়েছে। প্রতিটি ব্লকই ৬ তলা। প্রচুর সবুজ দিয়ে ঘেরা ইন্টারলেসে বিভিন্ন আকারের ১০৪০টি অ্যাপার্টমেন্ট আছে।

রুফ গার্ডেন, স্কাই টেরাসে সজ্জিত ইন্টারলে তৈরি করে Office of Metropolitan Architecture। আধুনিক জীবনযাত্রাকে কী ভাবে প্রকৃতির সঙ্গে একাত্ম করে তোলা যায়, ইন্টারলেস তারই স্বার্থক উদাহরণ।