প্যারিসে সন্ত্রাসী হামলার পর আইএস জঙ্গিদের চরম হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁল্যান্দে জানিয়েছেন, আইএসকে তিনি ধ্বংস করেই ছাড়বেন।
এইএস হামলার দায় স্বীকার করে নেয়ার ওঁল্যান্দে জানিয়েছেন, সিরিয়া এবং ইরাকে আইএসদের বিরুদ্ধে আপোসহীন লড়াই চালাবে ফ্রান্স। তার বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে ফ্রান্স যুদ্ধবিমান রওনা দিল সিরিয়ার উদ্দশ্যে। সেখানে আইএস ঘাঁটি ধ্বংস করতে ইতিমধ্যে আঘাত শুরু করেছে ফ্রান্স যুদ্ধবিমান।
জানা গেছে, মূলত সিরিয়ার অন্যতম শহর রাক্কাকে টার্গেটে রেখেই এই হামলা চালানো হচ্ছে। ইতিমধ্যে এই শহরকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করেছে আইএস। ফলে, ফ্রান্সের নজরে এখন রাক্কা শহর।
শুধু ফ্রান্স নয়, ইতিমধ্যে আইএসের বিরুদ্ধে মার্কিন যুদ্ধবিমান পাঠিয়েছে আমেরিকাও।






































