বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৮ নভেম্বর ২০১৫, ৯:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

বিশ্বের সবচে সস্তা স্মার্টফোন


cheap-smart-phoneবাজারে এলো বিশ্বের সবচে সস্তা স্মার্টফোন। মাত্র ৯.৮২ ডলারেই মিলবে এটি। বাংলাদেশী টাকায় ফোনটির মূল্য দাঁড়ায় ৭ শ’ ৭০ টাকা। ফোনটি তৈরি করেছে এলজি। মডেল ট্র্যাকফোন লাকি এলজি ১৬। এই বিশেষ দামের ফোনটি পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টের সকল শোরুমে।

ফোনটিতে রয়েছে ৩.৮ ইঞ্চির টাচ ডিসপ্লে। এতে আছে ১.২ গিগাহার্টজের ডুয়েল কোর প্রসেসর ও ৫১২ এমবি র‌্যাম। এটি অ্যানড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত। থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করা ফোনটিতে রয়েছে ৪জিবি বিল্ট ইন মেমোরি।

ট্র্যাকফোন লাকি এলজি ১৬ এ রয়েছে ৩ মেগা পিক্সেলের ক্যামেরা। ফ্রন্টে রয়েছে .৩ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।

cheap-smart-phone-priceযারা দুটি ফোন ব্যবহার করতে অভ্যস্ত, তাদের জন্য ফোনটি ব্যাকআপ হিসেবে কাজ করবে। কিন্তু যাদের জন্য প্রথম ফোন তাদের ফোনটি তেমন সন্তুষ্ট করতে পারবে না। তবে দাম হিসেবে এর গুণ বিচার করলে ফোনটি অতটা খারাপ নয়।