Search
Close this search box.
Search
Close this search box.

ছোটদের জন্য স্মার্টফোন!

smartphone-for-kidsবড়দের ফোন নিয়ে আর নাড়াচাড়া নয়। কারণ ক্যালিফোর্নিয়া-ভিত্তিক একটি টেলিকম প্রতিষ্ঠান ছোটদের জন্য স্মার্টফোন তৈরি করেছে। পাঁচ থেকে পনেরো বছরের ছেলেমেয়েদের কথা ভেবে এই স্মার্টফোন বাজারে আনছে সোয়াইপ। আপাতত অনলাইনে মিলছে এই মোবাইল। সংস্থার পক্ষ থেকে ট্যুইটারে একথা জানানো হয়েছে।

এই স্মার্টফোনে থাকা জিও -ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে শিশুর চলাফেরা সম্পর্কে জানা যাবে। এমনকী ছোটদের জন্য ‘সেফ’ ও ‘ডেঞ্জার জোন’ নির্ধারণ করে দিতে পারে বাবা-মায়েরা।

chardike-ad

এমনকী কোন অ্যাপ ছেলেমেয়েরা ব্যবহার করবে আর কোনটা করবে না, সেটাও ঠিক করে দেয়া যাবে। কিছু কিছু অ্যাপ্লিকেশন ব্লক করে দেয়া সম্ভব।

ফোনে একটি এসওএস সুইচ থাকবে, যাতে ওই সুইচ দিলেই পূর্ব নির্ধারিত কোনো প্রয়োজনীয় নম্বরে ফোন চলে যাবে।

ফোনটির ডিসপ্লে ৪.৫ ইঞ্চি। রয়েছে ডুয়াল কোর প্রসেসর। ৫১২ এমবি র‍্যাম ও চার জিবি ইনবিল্ট স্টোরেজ থাকছে।

থ্রিজি সাপোর্ট করে এই স্মার্টফোন। ব্লুটুথ, জিপিএস, ওয়াই ফাই সব ব্যবস্থাই থাকছে। দুই মেগাপিক্সেলের ক্যামেরা ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে। ফোনটির দাম পড়বে ৭১০০ টাকা।