Search
Close this search box.
Search
Close this search box.

পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়

Englandপাকিস্তানের বিপক্ষে চতুর্থ ও শেষ ওয়ানডেতে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। ইংলিশ ক্রিকেটে জস বাটলারের দ্রুততম সেঞ্চুরি ও জ্যাসন রয়ের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির এই ম্যাচে ৮৪ রানে জিতেছে ইয়ান মরগানের দল।

টানা তিন জয়ে চার ম্যাচের সিরিজটিও ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড।

chardike-ad

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৫৫ রান করে ইংল্যান্ড। ওয়ানডেতে ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরির নিজের রেকর্ড নিজেই ভাঙেন বাটলার। মাত্র ৪৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

এর আগে ২০১৪ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বাটলার। শেষ পর্যন্ত ১১৬ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ৫২ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কার মার। আর রয়ের ব্যাট থেকে আসে ১০২ রান।

জবাবে ৪০ ওভার ৪ বলে ২৭১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে শোয়েব মালিক ৫২, বাবর আজম ৫১ ও আজহার আলী ৪৪ রান করেন।

ইংল্যান্ডের দুই স্পিনার মঈন আলী ও আদিল রশিদ ৩টি করে উইকেট নেন।

ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জেতেন বাটলার।