Search
Close this search box.
Search
Close this search box.

বিপিএল নিয়ে হাফিজের মিথ্যাচার

hafezবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলবেন সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা মোহাম্মদ আমির। একই দলে খেলার জন্য নাকি প্রস্তাব পেয়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজও। তবে হাফিজ জানিয়েছেন, বিপিএলে আমিরের সঙ্গে একই দলে তিনি খেলবেন না। কিন্তু মজার বিষয়, বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলার জন্য ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে হাফিজকে কোনো প্রস্তাবই দেওয়া হয়নি!

সম্প্রতি দুবাইয়ে জং পত্রিকাকে হাফিজ জানিয়েছেন, বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলতে নাকি তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। যার অঙ্কটা ১০ মিলিয়ন পাকিস্তানি রুপি। তবে আমির খেললে তিনি খেলবেন না। পত্রিকাটিকে হাফিজ বলেন, ‘এটা (আমিরের সঙ্গে খেলা) কোনো ব্যক্তিগত বিবাদ নয়। এটা পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তির বিষয়। আমি এমন কোনো খেলোয়াড়ের সঙ্গে খেলতে চাই না, যে দেশকে কলঙ্কিত করেছে।’

chardike-ad

এদিকে চট্টগ্রাম ভাইকিংসের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন জানালেন, চট্টগ্রাম ভাইকিংসের পক্ষ থেকে হাফিজকে কোনো প্রস্তাবই দেওয়া হয়নি। এ ব্যাপারে মিনহাজ উদ্দিন বলেন, ‘আমরা হাফিজকে কোনো প্রস্তাব দিইনি। সে কীভাবে বলে যে আমাদের থেকে প্রস্তাব পেয়েছে? এটা ভুয়া কথা। আমরা হাফিজের সঙ্গে কথা বলব এবং পরে এ ব্যাপারে আপনাদের জানাব।’

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে সাজাপ্রাপ্ত আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফের ব্যাপারে নিজের অবস্থানটা আগেই পরিষ্কার করেছেন হাফিজ। কিছুদিন আগে পাকিস্তান জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রাক্তন বোলিং কোচ মোহাম্মদ আকরাম আমিরকে আমন্ত্রণ জানান নেটে হাফিজকে বল করতে। কিন্তু হাফিজ আমিরের বল খেলতে আপত্তি জানান। পাকিস্তান দলের বেশির ভাগ খেলোয়াড়ই এই ত্রয়ীর সঙ্গে যেকোনো ফরম্যাটে আবার জাতীয় দলে খেলার বিরোধী বলে জানান হাফিজ।

এবারের বিপিএলে ছয় ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৬ জন পাকিস্তানি ক্রিকেটার খেলবেন। তবে কোনো দলের স্কোয়াডেই হাফিজের নাম নেই!

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।