Search
Close this search box.
Search
Close this search box.

গাড়ি পার্কিংয়ের বিল সাড়ে ৪ লাখ টাকা

car-parkingগাড়ি পার্কিংয়ের জন্য বিল এলো ৪,৩৩,৪০৮ টাকা (৩৭৩১ পাউন্ড)৷ ইউকেতে প্রবাসী ভারতীয় মনিশ ওয়াধওয়ানি ছয় ঘন্টার জন্য তার গাড়ি পার্কিং করেন মধ্য লন্ডনে৷ আর তাতেই ঘটে বিপত্তি৷ ছয় ঘন্টার এই পার্কিংয়ের জন্য ৩৭৩১ পাউন্ডের বিল ধরায় ‘‘ন্যশনাল কার পার্ক’’ কর্তৃপক্ষ ৷

সেন্ট্রাল লন্ডনের গাড়ি পার্কিং খরচ সাপেক্ষ বলেই পরিচিত৷ সেই জন্যই তিনি আগে থেকেই একটি চুক্তি করে রেখেছিলেন৷ অর্থাৎ, ১২ ঘন্টা মধ্য লন্ডনে গাড়ি পার্কিং এর জন্য তাকে মূল্য দিতে হবে পাঁচ পাউন্ড৷ কিন্তু তিনি দেখেন তাকে পাঠানো হয়েছে ৩৭৩১ পাউন্ডের বিল৷ যা তার ক্রেডিট কার্ড থেকে কেটে নেওয়া হয়৷ এতেই চোখ কপালে ওঠে তার৷

chardike-ad

মনিশ জানান, ‘‘আমার কাছে এটা অবিশাশ্ব্য মনে হয়েছিল৷ তাই ততক্ষনাৎ আমি একজন গাড়ি পার্কিং অপারেটরের সাথে কথা বলি৷ তিনি আমায় বলেন এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবেন না৷ তবে তিনি আমার কাছ থেকে একটি অভিযোগ নেন৷’’

‘‘ন্যশনাল কার পার্ক’’ যেহেতু লন্ডনে একটি পরিচিত সংস্থা তাই তাদের একটা অর্থ ফেরতের ব্যবস্থা রয়েছে৷ কিন্তু তাকে এখনও অপেক্ষা করতে হচ্ছে প্রক্রিয়া সম্পুর্ণ হওয়ার জন্য৷

‘‘ন্যশনাল কার পার্ক’’ এর তরফে বলা হয়েছে, ‘‘আমাদের তদন্তে দেখা গিয়েছে ওই ব্যক্তি গত আগষ্টে গাড়ি পার্কিং করেছিলেন৷
তখন তিনি প্রবেশের সময় তার কার্ড ব্যবহার করলেও ভুলবশত বেরিয়ে যাওয়ার সময় কার্ড ব্যবহার করেননি৷ তাতেই বিপত্তি ঘটতে পারে৷ তবে আমরা শিগগিরই অর্থ ফেরতের ব্যবস্থা করব৷’’ মনিশ পেশায় অর্থ দপ্তরের কর্মকর্তা৷