বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৩ ডিসেম্বর ২০১৫, ১০:২৬ পূর্বাহ্ন
শেয়ার

‘নিষিদ্ধ’ ফেসবুকে নিয়মিত সক্রিয় তারানা হালিম!


tarana-halimবাংলাদেশে ’নিষিদ্ধ’ ফেসবুকে নিয়মিত সক্রিয় ও স্ট্যাটাস দিয়েই যাচ্ছেন বিতর্কিত প্রতিমন্ত্রী তারানা হালিম। সর্বশেষ তার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে মার্ক যূকার বার্গের সন্তান হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়েছে।

যদিও এর আগে তারানা হালিম বলেছিলেন, ’নিষিদ্ধ’ ফেসবুক ব্যবহার করলে ’শাস্তি’ মূলক ব্যবস্থা নেয়া হবে। খোদ তারানার ক্ষেত্রে কি ব্যবস্থা নেয়া হবে, এনিয়ে ফেসবুকে বেশ সরস আলোচনা চলছে ।