পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, চলাচলযোগ্য বিমানের অভাবে ফ্লাইট বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলাচলের উপযোগী হলেই শিগগির আবার যাত্রী পরিবহণ শুরু করবে ইউনাইটেড এয়ার।
প্রসঙ্গত, এখন পর্যন্ত কোম্পানিটি সর্বশেষ শেয়ার লেনদেন করে ৬ টাকা ৯০ পয়সা দরে।