চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় উল্লেখযোগ্য হারে নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। গত বছরের তুলনায় এসময় বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে কর্মসংস্থান বেড়েছে ৩ লাখ ৩৯ হাজার। বুধবার একটি সরকারি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর সিনহুয়া।
জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় মোট কর্মজীবীর সংখ্যা ছিল ২ কোটি ৫০ লাখের বেশি। অবশ্য ডিসেম্বরের তুলনায় গত মাসে কর্মসংস্থান প্রবৃদ্ধি বেশ খানিকটা কম দেখা গেছে। ৪ লাখ ৯৫ হাজার নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে গত বছরটি শেষ করেছিল দক্ষিণ কোরিয়া। প্রায় দেড় বছরের মধ্যে এটিই ছিল দেশটির কর্মসংস্থানে সবচেয়ে বেশি মাসিক প্রবৃদ্ধি।
জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় বছরওয়ারি হিসেবে সার্বিক বেকারত্ব কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। এসময় দেশটিতে বেকারত্বের হার ছিল ৩ দশমিক ৭ শতাংশ, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। ১৫ থেকে ৬৪ বছর বয়সী নাগরিকদের বিবেচনা করলে বেকারত্বের হার ছিল ৬৫ দশমিক ২ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় এ হার শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। এছাড়া ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের ক্ষেত্রে বেকারত্ব বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ।
অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে কোম্পানিগুলো নতুন নিয়োগ কমিয়ে দেয়ায় কর্মহীন তরুণদের সংখ্যা ১০ লাখে উন্নীত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অবসরের বয়সসীমা ৬০ বছরে উন্নীত করায় চাকুরিজীবীরা আরো দীর্ঘদিন তাদের পদটি ধরে রাখতে পারছেন। এর ফলে প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থানের সুযোগ অনেকটাই কমেছে।



































