Search
Close this search box.
Search
Close this search box.

উ. কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘে মার্কিন প্রস্তাব

south-korea-boatউত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি কঠোর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘে খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে চীনেরও সমর্থন রয়েছে বলে জানা গেছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরমাণু পরীক্ষার প্রেক্ষিতে দেশটির ওপর এই নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব উত্থাপিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। খবর বিবিসি।

প্রস্তাবে উত্তর কোরিয়ার থেকে আসা বা দেশটিতে যাওয়া সকল কার্গো তল্লাশি করার অনুমতি চাওয়া হয়েছে। জাতিসংঘের সদস্য দেশগুলো এ ক্ষমতা ব্যবহার করতে পারবে। এই প্রথমবারের মতো এমন অনুমতি চেয়ে প্রস্তাব দেয়া হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

chardike-ad

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গত ২০ বছরের মধ্যে এবারই সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। ‘যদি এ নিষেধাজ্ঞা অনুমোদিত হয়, তবে তা হবে ইদানিংকালের মধ্যে সবচেয়ে কঠোর পদক্ষেপ। এর মধ্য দিয়ে আমরা উত্তর কোরিয়ার প্রতি স্পষ্ট বার্তা দিতে চাই। সেটি হলো – তাদের অস্ত্রসজ্জা সমর্থন করছে না বিশ্ব। এবং তাদের এমন কর্মকাণ্ডের বিপরীত প্রতিক্রিয়াও আছে।’

প্রস্তাবনাটি নিয়ে চলতি সপ্তাহের শেষের দিকে একটি ভোট হওয়ার কথা রয়েছে। এতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার পরিধি বৃদ্ধির কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে পরমাণু পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হয়। এছাড়া ফেব্রুয়ারি মাসে রকেট উেক্ষপন করে দেশটি। উত্তর কোরিয়ার সরকার বলছে, সেটি ছিল স্যাটেলাইট উেক্ষপন কার্যক্রম। তবে সমালোচকদের অভিযোগ, স্যাটেলাইটের আড়ালে নিষিদ্ধ ব্যালাস্টিক মিসাইল প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।