Search
Close this search box.
Search
Close this search box.

মংলা ইপিজেডে তাবু কারখানা করবে দক্ষিণ কোরিয়া

bepzaতাবু ও ক্যাম্পিং সামগ্রী উৎপাদন করতে মংলা ‘রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় (এমইপিজেড)’ একটি কারখানা করবে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স সিএস বাংলা লিমিটেড  ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ে এ কারখানা স্থাপন করবে।

সোমবার ঢাকায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও মেসার্স সিএস বাংলা লিমিটেডের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বেপজার পক্ষে সংস্থাটির সদস্য (বিনিয়োগ-উন্নয়ন) আব্দুল হালিম মোল্লা এবং সিএস বাংলা লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডো কিউন কিম চুক্তিতে সেই করেন।

chardike-ad

এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, সদস্য (প্রকৌশল) মো. মোসাদ্দেক আলী, সচিব মো. শওকত নবীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ শিল্প-কারখানা স্থাপিত হলে বছরে ৪৩ লাখ পিস তাবু, স্লিপিং ব্যাগ, ক্যাম্পিং চেয়ারসহ অন্যান্য সরঞ্জামাদী উৎপাদন করা সম্ভব হবে। এছাড়া ওই কারখানায় এক হাজার ৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।