Search
Close this search box.
Search
Close this search box.

রাজধানীতে প্রতারণার অভিযোগে ১২ বিদেশি আটক

dhaka-cityসামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতারণার অভিযোগে ১২ বিদেশি নাগরিকসহ ১৪ জনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব-১ এর একটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। তবে তাদের সেই অভিনব কৌশলটি কী, কারা তাদের প্রতারণার শিকার হয়েছেন- সে বিষয়ে তাত্ক্ষণিকভাবে কোনো তথ্য দেয়া হয়নি।

chardike-ad

জানা গেছে, ১২ জন বিদেশির মধ্যে নাইজেরিয়ার আটজন, কঙ্গোর একজন ও ক্যামেরুনের তিন নাগরিক রয়েছেন। বাকি দুজন বাংলাদেশি। আটককৃতদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও ডলার জব্দ করেছেন র‍্যাব সদস্যরা।

পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছে র‍্যাব।