Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ ব্যাংক ৬৮ হাজার ডলার ফেরত পেয়েছে

Bangladesh Bankঅর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম জানিয়েছেন, রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে ফিলিপাইনে স্থানান্তর করা ৮১ মিলিয়ন (৮ কোটি ১০ লাখ) ডলারের মধ্যে এখন পর্যন্ত ৬৮ হাজার ডলার ফেরত পাওয়া গেছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
আসলাম আলম জানান, ফিলিপাইনে যাওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ৬৮ হাজার ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া শ্রীলংকায় যাওয়া ১৯.৯৯ মিলিয়ন ডলার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে।

chardike-ad

এ প্রসঙ্গে আসলাম আলম  বলেন, “রিজার্ভের অর্থ চুরির বিষয়টি বাংলাদেশ ব্যাংক তার বোর্ড মিটিং বা অডিট কমিটির মিটিংয়েও জানায়নি। কিন্তু এটি জানানো উচিত ছিল। তারা কেন বিষয়টি জানালো না তা পরিষ্কার নয়।”

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ গাজী হাসান জানান, বিষয়টি কেন জানানো হয়নি, তা শিগগিরই গণমাধ্যমের কাছে তুলে ধরা হবে।