Search
Close this search box.
Search
Close this search box.

আরো ৮ লাখ ডলার ফেরত দিলেন অং

Bangladesh Bankযুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে চুরি যাওয়া বাংলাদেশ ব্যাংকের অর্থের আরো আট লাখ ডলার ফেরত দিয়েছেন ক্যাসিনো ব্যবসায়ী কিম অং। সোমবার ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকে (এএমএলসি) ৮ লাখ ২৮ হাজার ৩৯২ ডলার ফেরত দেন। এর আগে ক্যাসিনো ব্যবসায়ী অং ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিয়েছিলেন। এ সময় উপস্থিত ছিলেন এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাকে আবেদ, ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ও এএমএলসির সদস্য ইমানুয়েল এফ দুক।

আগামীকাল মঙ্গলবার ফিলিপাইন সিনেটের ব্লু রিবন কমিটির আরেক দফা শুনানী অনুষ্ঠিত হবে। তার আগেই দ্বিতীয় দফায় অর্থ ফেরত দিলেন অং। এর আগে সিনেট শুনানিতেই অর্থ ফেরত দেয়ার অঙ্গীকার করেছিলেন তিনি। পাশাপাশি এ ঘটনায় জড়িত দুই চীনা ব্যবসায়ী গাও সু হুয়া ও ডিং ঝিজে’র নাম প্রকাশ করেন তিনি। বাংলাদেশের চুরি হওয়া টাকা ক্যাসিনোতে ওই দুজন নিয়ে এসেছিলেন বলে জানিয়েছিলেন অং।

chardike-ad

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয়। চুরিকৃত অর্থের ৮ কোটি ১০ লাখ ডলার প্রবেশ করে ফিলিপাইনে। আর বাকি ২ কোটি ডলার যায় শ্রীলংকায়, যা ফেরত পেয়েছে বাংলাদেশ। ফিলিপাইন থেকে এ পর্যন্ত ৫৪ লাখ ডলারের কিছু বেশি উদ্ধার করা হলো।