Search
Close this search box.
Search
Close this search box.

ফাঁসি কার্যকরের আদেশ কারাগারে

mir kasem aliমীর কাসেম আলীর ফাঁসি কার্যকরে সরকারের নির্বাহী আদেশ গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে।

শনিবার বেলা ২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আদেশ পৌঁছায়।

chardike-ad
 এদিকে মীর কাসেমের সঙ্গে শেষবারের মতো দেখা করতে বিকেল ৩টা ৩৬মিনিটে ছয়টি মাইক্রোবাসে করে তার পরিবার ৪৩ সদস্য কারাগারে গেছেন। এর পাঁচ মিনিট পরে ২৩জনকে মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে কারা কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে।

স্বজনদের সঙ্গে মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুনও আছেন।

সূত্র জানায়, কারা কর্তৃপক্ষ মীর কাসেম আলীর সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে জন্য ডেকে পাঠিয়েছেন। সাধারণত ফাঁসি কার্যকরের আগে কারা কর্তৃপক্ষ এমনটি করে থাকেন।

কারা কর্তৃপক্ষের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, আজ রাতেই মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হতে পারে।

কারা সূত্রে আরও জানা যায়, শনিবার রাত ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত রেড এলার্ট জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে মীর কাসেমের ফাঁসি কার্যকর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।