মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৩ সেপ্টেম্বর ২০১৬, ৮:২৯ অপরাহ্ন
শেয়ার

উত্তর কোরিয়াকে ত্রাণ সহায়তা দিবে না দ. কোরিয়া


1474629126
দক্ষিণ কোরিয়া শুক্রবার বন্যা দুর্গত উত্তর কোরিয়াকে ত্রাণ দেয়ার কথা নাকচ করে দিয়ে বলেছে, কিম জং-উন যেকোনো সহযোগিতাকেই তার নিজের কৃতিত্ব দাবি করবেন। এই বন্যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘সবচেয়ে ভয়াবহ দুর্যোগ’ হিসেবে অভিহিত করেছে পিয়ংইয়ং।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) বুধবার উত্তর কোরিয়ার নাগরিকদের সাহায্যে জরুরি তহবিল গঠনে এক কোটি ৫৫ লাখ ডলারের সাহায্যের আবেদন জানিয়েছে।
গত সপ্তাহে জাতিসংঘ জানায়, উত্তর কোরিয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৩৮ জনের মৃত্যুর এবং প্রায়  ৪০০ জন নিখোঁজ হয়েছেন। বন্যার ফলে দেশটির উত্তরপূর্বাঞ্চলের অনেক গ্রামে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র জিওন জন-হী সাংবাদিকদের বলেন, সিউল উত্তর কোরিয়াকে কোন সাহায্য করলে ‘কিম জং উন এ জন্য কৃতিত্ব নেবেন।’ সূত্র: এএফপি