Search
Close this search box.
Search
Close this search box.

খনি শ্রমিকরা পেল ১৩৩৬ কোটি টাকার রত্ন পাথর

base_1476605728-jade01

বৃহত্তম সবুজ রত্ন পাথর পাওয়া গেল মিয়ানমারের এক কয়লা খনিতে। ১৭৫ টনি পাথরটির বর্তমান বাজার মূল্য ১৪ কোটি পাউন্ডের কম হবে না। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়ে ১ হাজার ৩৩৬ কোটি টাকারও বেশি।

chardike-ad

রত্ন বিশেষজ্ঞরা বলছেন, এই পাথরটি পরিশোধন করার পর কেজি প্রতি এর দাম কয়েক গুণ বেড়ে যাবে। এমনকি মোট মূল্য বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যেতে পারে।

খনি শ্রমিক সাও মিন (৪৪) বলেন, এটা পাওয়ার পর মনে হলো যেনো আমরা লটারি জিতেছি। তবে অবশ্যই এটা দেশের সম্পদ। আমাদের নেতাদের প্রতি এটি হবে আমাদের মর্যাদাপূর্ণ উপহার।

মিয়ানমারের কচিন রাজ্যের প্রত্যন্ত এলাকার কয়লা খনিতে এই রত্ন পাথরটি পাওয়া গেছে। পাথরটি দৈর্ঘ্যে ১৮ ফুট। আয়তনে ৯ বর্গফুটের দুটি ছোট ঘরের সমান।