Search
Close this search box.
Search
Close this search box.

আরটিভিতে শুরু হয়েছে কোরিয়ান ড্রামা সিনড্রেলার বোন

cinderellas-sisterগতকাল থেকে আরটিভিতে শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ধারাবাহিক টিভি সিরিজ সিনড্রেলা স্টেপ সিস্টার। জনপ্রিয় এ ধারাবাহিক বাংলায় ডাবিং হয়ে সিনড্রেলার বোন নামে আরটিভিতে প্রচারিত হচ্ছে। কিম গিয়ো ওয়ান এর রচনা কিম ইয়ং জো’র পরিচালনায় এতে  অভিনয় করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টিভি তারকা মুন গুন ইয়ং, ছন জং মিয়ং, সউ প্রমুখ।

এই প্রথম কোন কোরিয়ান ড্রামা বাংলাদেশের চ্যানেলে প্রচার শুরু হলো। বিদেশি ধারাবাহিক প্রচারের কারণ হিসেবে আরটিভির অনুষ্ঠানপ্রধান শামসুর রকিব সংবাদ মাধ্যমকে বলেন, ‘দক্ষিণ কোরিয়ার দুটি অনুষ্ঠান এর আগে আমরা প্রচার করেছি। তারাও আমাদের অনুষ্ঠান প্রচার করবে। সাংস্কৃতিক বিনিময়ের কারণেই “সিনড্রেলার বোন” প্রচার করছি আমরা।’

chardike-ad

ক্লাসিক পরী কাহিনী থেকে একটি আধুনিক গল্পে এটি রূপান্তর। কাহিনী গড়ে উঠেছে মূলত বোন ও সৎমায়ের নিষ্ঠুর চিত্র। সিনড্রেলার বোন আরটিভিতে প্রচার হচ্ছে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৭টা ৪০ মিনিটে।