Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুক পোস্ট নিয়ে সতর্ক করল পুলিশ

1478174711-media

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, টুইটার ইত্যাদি) প্রকাশ না করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক, ব্যাঙ্গাত্মক ও আপত্তিকর ছবি এবং মন্তব্য পোস্ট করে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ধরনের কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ পুলিশ সবাইকে অনুরোধ জানাচ্ছে।

chardike-ad

কোনো ব্যক্তি যদি ধর্মীয় উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক ছবি বা মন্তব্য পোস্ট করে তাহলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।একইসঙ্গে জনগণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যও আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।